ঢাকা: জন্মদিনে শহীদ শেখ রাসেলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
প্রথমবারের মতো উদযাপিত ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকালে তাপস রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধার্ঘ্য অপর্ণ শেষে মেয়র তাপস শহীদ শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শদে হোসেন কামাল, মেয়রের প্রটোকল কর্মকর্তা দাউদ হোসেন রাজা ও দলীয় নেতাকর্মীরা।
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে আজ প্রথমবারের মতো দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ উদযাপিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরকেআর/আরবি