ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ইয়াবাসহ বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য আটক আটক দুইজন

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইলফোন, সিমকার্ড ও ইয়াবা।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

আটকরা হলেন- মিয়াপাড়ার নুরু মুন্সির ছেলে বাবু মুন্সি (২৭) ও একই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২৪)।

ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে ভাঙ্গার মিয়াপাড়া গ্রাম থেকে ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১৩টি সিমকার্ড, ১৯টি মোবাইলফোন ও ৩১ পিস ইয়াবা জব্দ করা হয়।  

আটক দু’জন বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াসহ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রমের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের নামে ভাঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।