ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দক্ষতা বাড়াতে কর্মশালা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দক্ষতা বাড়াতে কর্মশালা

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা করেছে জুনিয়র চেম্বারস ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর একটি অধ্যায়, জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট।  

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের ‘সমতা কোনো বিশেষ সুবিধা নয়’ প্রজেক্টের অংশ হিসেবে কর্মশালায় সহযোগিতা করে সেলেস্টিয়াল টেক লিমিটেড।  

জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের সভাপতি তাসনুভা আহমেদ বলেন, সামাজিক পরিস্থিতিতে আমরা অনেকেই ভুলে যাই, লিঙ্গ-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দেওয়া বিশেষ কিছু নয়, বরং সবার মৌলিক অধিকার। কিন্তু এখনও অনেক ক্ষেত্রেই সামাজিক বৈষম্যের কারণে ট্রান্স সম্প্রদায়ের ব্যক্তিদের মৌলিক চাহিদাই পূরণ হচ্ছে না। এই সমস্যা সমাধানে আমরা চাকরিদাতাদের সঙ্গে ট্রান্স সম্প্রদায়ের শিক্ষিত সদস্যদের যোগ স্থাপনের চেষ্টা করছি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের আইনি পরামর্শদাতা সারাবান তাহুরা জামান, আমার ভাবনা অ্যাসোসিয়েশনের সভাপতি সিনথিয়া ভূঁইয়া প্রমুখ।

কর্মশালা সম্পাদনার দায়িত্বে ছিলেন আইনজীবী ও অ্যাক্টিভিস্ট নাজিয়া নূরে জারিন এবং লিঙ্গ বৈষম্য ও অন্তর্ভুক্তি বিষয়ক পরামর্শদাতা নাজিয়া জেবিন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।