গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মিনারুল ইসলাম (৫৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) রাতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম বাংলানিউজকে জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে মিনারুল বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ে ৮টার দিকে মিনারুলকে মৃত ঘোষণা করেন। মিনারুলের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরএস/আরআইএস