ফেনী: ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে ফেনীর বর্তমান পুলিশ সুপার খোন্দকার নুরন্নবীকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল ও রাতে ফেনীর বড় মসজিদ ও কালী মন্দিরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকার কারণে এসপির বদলি হয়েছে বলে জনশ্রুতি থাকলেও এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
সোমবার দুপুরে কালী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, অন্য কোনো কারণ নয়, এটা পুলিশের রুটিন বদলি। নিয়মতান্ত্রিকভাবেই এসপি বদলি হয়েছেন। তিনি চট্টগ্রাম বিভাগের সবচেয়ে সিনিয়র এসপি। তিনি বদলি হতেই পারেন এবং তা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসএইচডি/আরবি