শরীয়তপুর: শরীয়তপুরে বিগত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮২ হাজার মিটার কারেন্টজাল ও সাড়ে চার মণ মা ইলিশসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি সাহায্য দেওয়ার পরও শরীয়তপুরে বন্ধ হচ্ছে না মা ইলিশ শিকার।
গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ১২টি অভিযানিক দল ও ৫টি মোবাইল কোর্ট পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় মোট ১ লাখ ৮২ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮২ কেজি মা ইলিশ জব্দ এবং ৩৭ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও জেলা পুলিশ প্রশাসন।
পরে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা-মাদরাসায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএমজেড