কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর কদমতলী এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলী থানার শ্যামপুর ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- মো. জাকির হোসেন (৩০), মো. আজিজুল হক (২২) ও মো. পলাশ মোল্লা (২৮)।
র্যাব জানায়, রাতে শ্যামপুর ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, তিন রাউন্ড এমুনেশন (গোলাবারুদ), একটি ওয়ান শ্যুটারগান, দু’টি কার্তুজ, ৪৭টি ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান যে তারা বেশ কিছুদিন ধরে কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানায় র্যাব।
এ ঘটনায় অস্ত্র ও মাদক মামলা করে আটক তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই