নীলফামারী: কাঠমিস্ত্রি এন্তাজ আলীর মেয়ে তাসমিন আক্তার (৯)। বাড়ি নীলফামারীর সৈয়দপুরের খালিশা বেলপুকুর গ্রামে।
পা হারিয়ে অতি কষ্টে দিন কাটছিল তার। এ অবস্থায় তার পাশে এসে দাঁড়ায় মিডিয়ার অন্যতম গুনি অভিনেত্রী মাহবুবা রেজানুর। স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেকটিং পিপল তথা সংযোগ সৈয়দপুরের উদ্যোগে শিশু তাসমিনকে দেওয়া হয় একটি হুইল চেয়ার। যা পেয়ে দারুণ খুশি তাসনিম।
মঙ্গলবার সকালে (১৯ অক্টোবর) তাসনিম বলে, এখন আমি স্কুল যেতে পারবো। আমি লেখাপড়া শিখে বড় হতে চাই, মানুষের পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযোগ কানেকটিং পিপলের আহ্বায়ক ও শিল্প পরিবার ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু। প্রধান অতিথি মাহবুবা রেজানুর অনুষ্ঠানে অনেক উপদেশমূলক কথা বলেন। এ সময় সংযোগ সৈয়দপুরের কর্মীরা উপস্থিত ছিলেন।
মাহবুবা রেজানুর বলেন, আমরা চাইলে অনেক ভালো কাজ করতে পারি। এ ধরনের কাজে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সমাজই বদলে যাবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরএ