ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
ত্রিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সীমানা এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন।  

নিহতরা হলেন- রিমা আক্তার (২০) ও ছাব্বির হোসেন (২৩)।

তারা ভালুকা উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২০ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার নামক এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা ইউর্টান নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক লেগুনাটিকে ধাক্কা দেয়। এ সময় লেগুনার বেশ কয়কজন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুইজন মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।