ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ২০ জেলের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
সিরাজগঞ্জে ২০ জেলের কারাদণ্ড 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর, বেলকুচি ও চৌহালী অভিযান চালিয়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস, এম রবিন ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমানের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমান আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

 

বুধবার (২০ অক্টোবর) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন জানান, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ১১ জন জেলেকে আটক করা হয়। পরে মা ইলিশ ধরার অপরাধে তাদের ৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

এদিকে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বলেন, বেলকুচি উপজেলার চরবেল এলাকায় অভিযান চালিয়ে ৪ এবং চৌহালী উপজেলার ধুবুলিয়া ও বাউসা পয়েন্টে এসব অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করা হয়।  

আটক জেলেদের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড ও জালগুলো পুড়িয়ে ধংস করা হয়। জব্দ হওয়া মাছ  স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।