বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের একটি পুকুর থেকে জুম্মান মল্লিক (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের মল্লিক বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ।
মৃত জুম্মান ওই এলাকার ইউসুফ মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইমরান হোসেন সোহাগ বলেন, সকালে জুম্মানের মা মঞ্জুরা বেগম হাত-মুখ ধুতে পুকুরে যান। এ সময় তিনি দেখতে পান তার ছেলের মরদেহ পানিতে ভাসছে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসে। জুম্মানের মরদেহ পুকুরের মাঝখান থেকে পাড়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না মৃত্যুর সঠিক কারণ। জুম্মানের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এমএস/এনএসআর