নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক ভুয়া ডাক্তার গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অবস্থিত হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন এই ভুয়া ডাক্তার।
বুধবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান র্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের টেস্টের রিপোর্ট ও রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া ডাক্তার তানবির আহমেদ সরকারকে (৩৬) আটক করা হয়। আটক ভুয়া ডাক্তার তানবির আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন শিবনগর এলাকার আব্দুল মতিন সরকারের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে সনোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশন দিয়ে আসছিল।
আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এএটি