ঢাকা: দেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকায় সরকারি ছুটির দিনে বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেড়েছে। চিড়িয়াখানা খোলার দুই মাস পরে এমনটাই বলছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিড়িয়াখানায় প্রতিদিন প্রায় ১০-১২ হাজার দর্শনার্থী আসছেন। ছুটির দিনে সংখ্যাটা আরও বাড়ছে। বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঘুরে এমন দৃশ্যই দেখা যায়।
এদিন সিলেট থেকে জাতীয় চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে এসেছেন এফ এইচ লস্কর। তিনি বাংলানিউজকে বলেন, ‘লকডাউনের কারণে দীর্ঘদিন সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ ছিল। অনেকদিন ঘরবন্দি ছিলাম। তাই সিলেট থেকে পরিবার ও ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে চলে এলাম। আমি প্রায় ২৩ বছর পর চিড়িয়াখানায় এসেছি। ’
তিনি আরও বলেন, ‘আগের থেকে চিড়িয়াখানার পরিবেশ অনেক ভালো হয়েছে। আগে পশু-পাখির খাঁচার সামনে গেলে গন্ধ পাওয়া যেত। বিশেষ করে বাঘ, সিংহ ও হরিণের খাঁচার সামনে গেলে অস্বস্তি হতো। বর্তমানে তুলনামূলক অনেক কম গন্ধ আসে। ’
আশুলিয়া থেকে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম খন্দকার। বাংলানিউজকে তিনি বলেন, ‘দুই বছর পরে চিড়িয়াখানায় ঘুরতে এলাম। করোনাকালে অনেকটা গৃহবন্দি অবস্থায় দিন পার করেছি। ঘুরতে যেতে পারিনি কোনো বিনোদন কেন্দ্রে। আজ এক বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এলাম চিড়িয়াখানায়। গাছপালার মাঝে ঘুরতে ভালই লাগছে। অনেকদিন পরে বানর, হাতি, জিরাফ ও বাঘ দেখলাম। আনন্দদায়ক একটা দিন পার হলো। ’
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, যত দিন যাচ্ছে, চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা তত বাড়ছে। করোনাকালে মানুষ অনেকদিন ঘরবন্দি ছিল। এখন মানুষ একটু বিনোদন চায়। আর নিরাপদ বিনোদনকেন্দ্র হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। আগে চিড়িয়াখানা নিয়ে মানুষের নেতিবাচক চিন্তা ছিল। আল্লাহর রহমতে এখন আর তা নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে পশু-পাখির স্বাস্থ্যসেবা পর্যন্ত সবকিছু উন্নত হয়েছে। চিড়িয়াখানায় হাতির ফুটবল খেলা দর্শনার্থীকে বেশি আকৃষ্ট করছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ছুটির দিন থাকায় আজ ১৮-২০ হাজার দর্শনার্থী এসেছেন। অন্যান্য দিন ১০-১২ হাজার দর্শনার্থী চিড়িয়াখানায় আসেন।
তিনি জানান, রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা রাখা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এমএমআই/এনএসআর