ঢাকা: সম্প্রতি ঢাকার শ্যামলীতে একটি মোটরসাইকেলের শো-রুমে ডাকাতির মূলহোতা জহিরুল ইসলাম ওরফে জহিরসহ ছয়জনকে আটক করেছে র্যাব।
শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাতে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, শ্যামলীর ইডেন অটো'স নামের মোটরসাইকেলের শো-রুমে ডাকাতির মূলহোতা জহিরুল ইসলাম ওরফে জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন চলছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
পিএম/এসআই