ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াপাড়া গ্রুপের অফিসে সন্ত্রাসীদের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
নোয়াপাড়া গ্রুপের অফিসে সন্ত্রাসীদের হুমকি

যশোর: দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের অফিসে সন্ত্রাসীদের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

যশোরের শিল্পনগরী নওয়াপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে ২২ অক্টোবর গভীর রাত এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নোয়াপাড়া গ্রুপের কর্মকর্তা শোহেব খান অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের থেকে জানা গেছে, ২২ অক্টোবর রাত ৩টার দিকে তাদের গাড়ি চালক কাজ শেষ করে গাড়ি পার্কিং করছিলেন। এ সময় কালো রঙের একটি প্রাইভেটকারে দুই সন্ত্রাসী এসে শোহেব খানের তথ্য জানতে চায়। তথ্য না দেওয়ায় গালাগালিসহ বিভিন্ন হুমকি দেয় সন্ত্রাসীরা। পরে প্রতিষ্ঠানটির সিসি টিভি ফুটেজেও এ ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

নোয়াপাড়া গ্রুপের একাধিক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকারি সার সময়মতো কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে নোয়াপাড়া গ্রুপ কাজ করে। এ সার জাহাজ থেকে নামানো এবং পর্যবেক্ষণ ও হিসাব-নিকাশের জন্য রাতের শিফটেও অফিসের কাজ চলে। তবে সারাদেশের আইনশৃঙ্খলার অবস্থা ভালো থাকা শর্তেও এমন একটি গ্রুপ অব কোম্পানীর অফিসে সন্ত্রাসীদের প্রকাশ্য হুমকির কারণে নিরাপত্তাহীনতা কাজ করছে।  
এ ব্যাপারে সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের অনুরোধ জানানো হয়।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে বলেন, কালো রঙের প্রাইভেটকারে আসা সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র ছিল। সন্ত্রাসীদের একজনের বাড়ি নওয়াপাড়া পৌর এলাকায় এবং আরেকজনের বাড়ি ভৈরব নদের ওপারে। এ ঘটনার পরে রাতের দোকানদার ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় যশোর জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তায় সরকার বদ্ধ পরিকার। সন্ত্রাসীরা যে দলের ছত্রছায়ায় থাকুক না কেন, তাদের শনাক্ত করে আইনের আওয়তায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ইউজি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।