কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় খেলা দেখে ফেরার সময় ট্রাকচাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের খোকসার মোড়গাছা মোড়ের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুই কিশোর হলো- খোকসার হাসিমপুর এলাকার আক্তারুল মালিথার ছেলে সাইদ (১৪) ও পাশ্ববর্তী বড়ইচারা এলাকার রফিকের ছেলে রাতুন (১০)। সম্পর্কে তারা দুইজন খালাতো ভাই।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সাইকেলে খেলা দেখে বাড়িতে ফিরছিলো দুই কিশোর। এসময় রাজবাড়ি-কুষ্টিয়াগামী একটি রড বোঝায় ট্রাক পেছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি