ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোট ১৭ হাজার ৭৪৫ জন সরকারি ভাতাভোগী ভাতা পাচ্ছেন বলে উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা গেছে।
এর মধ্যে বিধবা ভাতা পাচ্ছেন ৩ হাজার ৫১৫ জন, বয়স্ক ভাতা পাচ্ছেন ৯ হাজার ৪০৬ জন, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৪ হাজার ২১৮ জন, মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পাচ্ছেন ৫০৬ জন।
উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ২০১১ সালের আদমশুমারীর গণনা অনুযায়ী উপজেলায় মোট জনসংখ্যা রয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৯ জন।
এর মধ্যে পৌরসভায় ২৭ হাজার ৫৯৫ জন, চতুল ইউনিয়নে ১৯ হাজার ৯৩৮ জন, দাদপুর ইউনিয়নে ২৩ হাজার ১৫৬ জন, ঘোষপুর ইউনিয়নে ২১ হাজার ৫৭৯ জন, গুনবহা ইউনিয়নে ২১ হাজার ৪২৪ জন, ময়না ইউনিয়নে ২৬ হাজার ১২০ জন, পরমেশ্বদী ইউনিয়নে ১৯ হাজার ২৬৭ জন, রুপাপাত ইউনিয়নে ২০ হাজার ১৮১ জন, সাতৈর ইউনিয়নে ২৭ হাজার ৩৭৩ জন, শেখর ইউনিয়নে ২৫ হাজার ২১০ জন, বোয়ালমারী সদর ইউনিয়নে ৯ হাজার ২১৬ জন জন সংখ্যা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এনটি