ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ গ্রেফতার ২ ফাইল ছবি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ২৫০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের মধ্যম বাইশারী নারিচবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- একই ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকার হারুনুর রশিদ (২০) ও মো. মামুন (১৯)।  

বিষয় নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।