বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ২৫০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের মধ্যম বাইশারী নারিচবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- একই ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকার হারুনুর রশিদ (২০) ও মো. মামুন (১৯)।
বিষয় নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআরএস