ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
উত্তরায় লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় লরির ধাক্কায় গিয়াস উদ্দিন আল মামুন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আব্দুল্লাহপুর ও কামারপাড়া ব্রিজের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় পথচারীরা তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলআমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত মামুনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। সেখানেই ব্যবসা করতেন তিনি। দুপুরে কামরপাড়া ব্রিজের উপরে লরির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এসআই আরও জানায়, মৃত্যুর সংবাদ পেয়ে রাতে হাসপাতালে যাই। সেখান থেকে মরদেহ রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।