মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদী থেকে মাথা বিহীন অর্ধ গলিত এক মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট সংলগ্ন পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিবচর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
কাঁঠালবাড়ি নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, মরদেটির মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ হবে।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেডএ