ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই স্বজনদের আহাজারি

জয়পুরহাট: জয়পুরহাটে শফিকুল ইসলাম (২৮) নামে এক চালককে গলা কেটে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার মঙ্গলবারী এলাকা থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের খাস পাহনন্দা গ্রামের নিলু মিয়ার ছেলে।

সকালে জয়পুরহাট-ধামইরহাট সড়কের মঙ্গলবাড়ী ডিগ্রি কলেজ সংলগ্ন পাইকরতলী নামক স্থানে তার গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়।  

নিহতের মা ফজিলা বেগম জানান, শফিকুল ইসলাম রোববার সকালে রোজগারের আশায় জয়পুরহাট শহরে যায়। এরপর রাত ১০/১১টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পরে সোমবার সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আলমগীর জাহান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।