সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় তিন নাগরিককে আটক করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির সদস্যরা।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনার অশক নগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও মেয়ে রুম্পা খাতুন (১৫)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যার দিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে তিন ভারতীয় নাগরিক কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের গায়েনপাড়ায় অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটক পরিবারটিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসআই