ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার সালটিয়া ইউনিয়নের পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে চাপায় মো. আছর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) সকালের দিকে ওই ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামে এশিয়ান হাইওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ওই এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের কাজ চলছিল। এ সময় বৃদ্ধ আছর উদ্দিন সেখানে গরু চড়াতে বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে মাঠে যাচ্ছিলেন। এমন সময় বিদ্যুতের খুঁটি ওপরে দিকে উঠানোর সময় অসাবধানবশত তার ওপর পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসআরএস