ভোলা: ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯৭ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ৩টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে সদরের ৪৬ জন, তজুমদ্দিনের ৩৫ এবং দৌলতখানের ১৬ জন রয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাছ ও জাল জব্দ করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এমএম আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পেরে সেজন্য ৩ উপজেলা থেকে মৎস্য বিভাগের আলাদা টিম নদীতে অভিযানে নামে।
এ সময় মেঘনার বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরার অপরাধে ৯৭ জেলেকে আটক করা হয়। তাদের মোবাইল কোর্টে জরিমানা করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ইলিশের প্রধান প্রজনন সময় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেডএ