ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
স্বামীর মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে মারা গেলেন স্ত্রী

কুমিল্লা: কুমিল্লার লাকসামে চোখের সামনে স্বামী মো. শাহাজাহানের (৬৫) মৃত্যু দেখে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

লাকসাম উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই দম্পতির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (২৫ অক্টোবর) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে পাশাপাশি দাফন করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের মৃত অ্যাডভোকেট নোয়াব আলী মোক্তারের বড় ছেলে মো. শাহাজাহান ও তার স্ত্রী কোহিনুর বেগম।

প্রতিবেশী আ. ছাত্তার জানান, রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহাজাহান হৃদরোগে আক্রান্ত হলে স্ত্রী কোহিনুর বেগম তাকে সেবা দেন। কিছুক্ষণ পর তার দেহ নিথর হয়ে পড়লে কোহিনুর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাকসাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মেহেদী হাসান জিতু জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ওই দম্পতিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। ওই সময় পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাদের উভয়ই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পূর্বেই মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।