বরিশাল: বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারীর সন্ত্রাসী কর্মাকাণ্ড থেকে মুক্তি ও তার বিচার দাবিতে মানববন্ধন করেছে সৈয়দকাঠী ইউনিয়নবাসী।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন,সন্ত্রাসী, ভূমি দস্যু, মিথ্যা মামলা দাতা ও বিতর্কিত ব্যক্তির অপর নাম সেলিম বেপারী। তিনি বাইশারী ইউনিয়নের বাসিন্দা হয়েও উপজেলা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সৈয়দকাঠী ইউনিয়নের জনগণকে অত্যাচার করেন। সেই সঙ্গে আওয়ামী লীগকে প্রতিনিয়ত বিতর্কিত করে চলেছেন। আমরা সেলিমের বহিষ্কার ও বিচার দাবি করছি।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মিঠু ঘরামী, সৈয়দকাঠি ইউনিয়নের সম্পাদক মো. শহীদ মৃধা, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।
এ বিষয়ে সেলিম বেপারীর বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সব যড়যন্ত্র।
বাংলাদেশ সময়: ২৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমএস/এমএমজেড