ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

খুলনা: খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. রুমন গাজী (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পোদ্দারগঞ্জ এলাকা-সংলগ্ন চুনকুড়ি নদীতে অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।

এ সময় বালু খননরত অবস্থায় রুমনের খননযন্ত্রটি জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে।

দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় চালনা বাজারের বাসিন্দা হারকিত গাজীর ছেলে রুমন গাজীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

গালিব মাহমুদ পাশা বলেন, পোদ্দারগঞ্জ ফেরিঘাট পার হওয়ার সময় দেখি নদীতে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে বালু উত্তোলন করছে। তাৎক্ষণিক একটি ট্রলার নিয়ে অভিযান চালিয়ে খননযন্ত্রটি জব্দ করা হয়। তবে ড্রেজারের মালিক না থাকায় তাতে থাকা সহযোগী রুমন গাজীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভাঙনকবলিত প্রত্যন্ত অঞ্চল দাকোপে বালুমহল না থাকলেও অবৈধভাবে এ চক্রটি বেশ কিছু দিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল এমন অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।