ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নভেম্বর থেকে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
নভেম্বর থেকে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা

ঢাকা: আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত পর্যটন এলাকায় 'স্যান্ডবক্স স্কিমে'র অধীনে কোয়ারেন্টিন ছাড়াই বাংলাদেশ থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের প্রবেশ অনুমতি দেবে থাইল্যান্ড।  

নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর ভ্রমণকারীদের দেশের যেকোনো এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হবে।

থাইল্যান্ড দূতাবাস এই নিয়ে বিস্তারিত প্রকাশ করবে।  

ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসাসেবা, পর্যটন, বিদেশি বিনিয়োগের মতো বিস্তৃত বিষয়ে থাইল্যান্ড বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা প্রদানের জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান। একইসঙ্গে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে থাইল্যান্ডের কাছে রাজনৈতিক সমর্থন কামনা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের প্রার্থী হওয়ার জন্য থাইল্যান্ডের সমর্থন চান।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।