ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরতে মধ্যরাতে সাগরে যাত্রা

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
ইলিশ ধরতে মধ্যরাতে সাগরে যাত্রা

বরগুনা: টানা ২২ দিন পর সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাতে ইলিশ ধরতে সাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বরগুনার জেলেরা।  

এনিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে বরগুনার পাথরঘাটা মৎস অবতরণকেন্দ্রের ট্রলার ঘাটে।

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে ২২ দিন সাগরে যেতে পারেননি জেলেরা। এ সময় তালিকা অনুযায়ী বরগুনার জেলেদের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এখন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় সাগরে যাত্রা শুরু করছেন তারা।

জেলা মৎসজিবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, জেলায় মোট জেলে রয়েছেন প্রায় ৭০ হাজারের মতো। এর মধ্যে নিবন্ধিত ৩৭ হাজার ৭৪ জন জেলেকে সহায়তা দেওয়া হয়েছে। মধ্যরাত থেকেই তারা সাগরের উদ্দেশে রওয়ানা হবেন।

জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, বরগুনা জেলায় ৭৪১ মেট্রিক টন চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।