ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরব যেতে চেয়েছিলেন আকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
সৌদি আরব যেতে চেয়েছিলেন আকাশ

ঢাকা: সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ২০ বছর বয়সী আকাশ। সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর বংশাল সিক্কাটুলি এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।

 

আকাশের বোনের জামাই রফিকুল ইসলাম বলেন, আকাশের বাবা শাহজাহান আলী গ্যান্ডারিয়া এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। তাদের বাসা গ্যান্ডারিয়া লোহারপুল কেবি রোডে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে। দুই ভাই এক বোনের মধ্যে আকাশ ছিল বড়।

রফিকুল আরও বলেন, তার মোবাইল থেকে পুলিশকে ফোন দিয়ে জানানো হয়, আকাশকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন।  

তিনি বলেন, হাসপাতালে এসে আকাশের মরদেহ দেখেন তারা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার পরিবার এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাতুব্বর বলেন, রাতে তরুণের মা ও স্বজনরা হাসপাতালে এসে ওই তরুণের মরদেহ শনাক্ত করেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ইতোমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

আরও পড়ুন: 

বংশালে ফের হত্যাকাণ্ড

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।