ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরিণাকুণ্ডুতে নসিমন উল্টে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
হরিণাকুণ্ডুতে নসিমন উল্টে চালকের মৃত্যু ফাইল ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে লালন মণ্ডল (৪২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার চারাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লালন ওই উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহম্মেদ মণ্ডলের ছেলে।

হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বাংলানিউজকে জানান, সকালে একই উপজেলার সোহাগপুর গ্রামের মাঠের মৎস্য খামার থেকে মাছ বোঝাই করে ঝিনাইদহ শহরে দিকে যাচ্ছিলেন লালন মণ্ডল। পথে চারাতলা এলাকায় এলে চাকা ভেঙে নসিমনটি রাস্তায় উল্টে যায়। এতে লালন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।