ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আফ্রিকান মাগুর চাষ করে গুনলেন জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আফ্রিকান মাগুর চাষ করে গুনলেন জরিমানা  আফ্রিকান মাগুর চাষ করে গুনলেন জরিমানা 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় আফ্রিকান মাগুর চাষ করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর এ জরিমানা করেন।

 

গাজীপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুল শাহীন জানান, দেশীপাড়া এলাকার মো. হাছান উদ্দিন চাষ ও বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুয়ায়ী মৎস চাষী হাছান উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম সাদিক তানভীর।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।