সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পুকুরের পড়ে গেলে পানিতে ডুবে সৈয়দ বনিউল আলম বিপু (৩৫) নামে এক স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে সলঙ্গা-ঘুড়কা আঞ্চলিক সড়কের বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মোটরসাইকেলে করে সলঙ্গা থেকে ঘুড়কা যাচ্ছিলেন বিপু। বাসুদেবকোল ভুরভুরিয়া বিল এলাকায় রাস্তার মোড়ে পৌঁছে তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলসহ পাশের পুকুরে পড়ে যান। এ সময় পুকুরের পানিতে ডুবে ঘনটাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮ ৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরএ