ঢাকা: শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমছে বৃষ্টিপাত। ফলে দিনদিন শুষ্ক হচ্ছে আবহাওয়া।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কি.মি.। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ৮ মিলিমিটার। সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে মঙ্গলবার দিনগত রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
তবে সাগরে কোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস নেই। তাই দুশ্চিন্তা নেই ইলিশ আহরণকারী জেলেদের।
বাংলাদেশ সময়: ১৯৪৮ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
ইইউডি/এমএমজেড