ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বুয়েটে চান্স না পাওয়ায় আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
বুয়েটে চান্স না পাওয়ায় আত্মহত্যা ছবি প্রতিকী

ময়মনসিংহ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকের ভর্তি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছের রিয়া কর (১৮) নামে এক শিক্ষার্থী । এ ঘটনায় নিহতের পরিবারে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


 
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়া কর ওইএলাকার চিত্ত করের মেয়ে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়া কর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ব্যপক প্রস্তুতি নিয়েছিল। সে অনুযায়ী ভর্তি পরীক্ষাতেও অংশ নিয়েছিল। কিন্ত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে তাতে রিয়া অকৃতকার্য হয়।

এতে তার মন খারাপ হলে নিজ ঘরে দরজা বন্ধ করে কান্নাকাটি করে। কিন্তু দীর্ঘ সময় পরও কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার দরজা ভেঙে রিয়াকে ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার ও আশপাশের লোকজন।

পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

বাংলাদেশ সময় : ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
টিআর/এমএমজেড

বুয়েট, আত্মহত্যা,ময়মনসিংহ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।