খুলনা: খুলনায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ের মঠবাড়ি গ্রামের নদীর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, মরদেহটি জোয়ারে পানিতে ভেসে এসে নদীর চরে আটকে যায়। মরদেহের পরনে কালো ট্রাউজার ও এ্যাশ কালারের ফুল হাতা গেঞ্জি রয়েছে। মুখে হালকা দাঁড়ি।
তিনি জানান, নদীতে মাছ ধরতে যেয়ে কয়েক জন জেলে ওই মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দেয় স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৭ , ২০২১
এমআরএম/জেডএ