ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রবার্ট ডিকসনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রবার্ট ডিকসনের

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, স্বচ্ছ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি।  

বুধবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত 'ডিকাব টকে' অংশ নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে ডিকসন বলেন, একজন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কিভাবে হবে, সেটা বাংলাদেশের সংবিধানেই আছে। তবে বন্ধু হিসেবে নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা রয়েছে আমাদের।

যুক্তরাজ্যে বসে প্রোপাগাণ্ডা ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কোনো অপরাধীকে ফেরতের বিষয়টি আদালতের এখতিয়ার। তবে যুক্তরাজ্যে কেউ ঘৃণা ছড়ালে সরকার ব্যবস্থা নিয়ে থাকে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালেবানরা নতুন করে ক্ষমতায় এসেছে। সে কারণে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বদলে গেছে, এ প্রেক্ষাপটে এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
টিআর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।