নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার (২৬ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলা কারাগারে মারা গেছেন এক হাজতি।
জানা গেছে, রাত সাড়ে ৮টায় মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শোয়াইব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শোয়াইব (২০) ইসদাইর এলাকার আবু মঈনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, একটি মোটরসাইকেলে দুজন যুবক নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই একজন নিহত হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় সড়ক পারাপারের সময়ে জাহানারা নামের নারীর মৃত্যু ঘটে।
এদিকে জেলা কারাগারে আশরাফ হোসেন (৫০) নামে হাজতির মৃত্যু হয়েছে। নিহত আশরাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, ১৪ অক্টোবর বন্দর থানার একটি মাদক মামলায় আদালত আশ্রাফ হোসেনকে কারাগারে পাঠান। এছাড়া তার শ্বাসকষ্টের রোগও ছিল। রাতে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
নিউজ ডেস্ক