ফেনী: ফেনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে ৩৬টি মন্দিরে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা।
মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম ফেনীর সহকারী পরিচালক মাসুদুল আলম মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক লিটন সাহা, জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন দাস।
এ সময় বিভিন্ন মঠ-মন্দির থেকে আসা সভাপতি-সম্পাদকসহ পূজা উযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মঠ-মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৭,২০২১
এসএইচডি/এসআইএস