ঢাকা: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে উখিয়া রেঞ্জ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চার্শিট দাখিলের অনুমোদন করেছে দুনীতি দমন কমিশন।
বুধবার (২৭ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত সাক্ষ্য-স্মারক ও সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন পরিতুষ্ট হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৫ এর উপ-বিধি (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উখিয়া রেঞ্জ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা মো: শহিদুল আলম, তহবিল ব্যবস্থাপনা উপকমিটি নবজাগরণের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়া এবং উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তা মো: এম এম কামালের বিরুদ্ধে দণ্ডবিধির ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ চার্জশিট অনুমোদন করা হয়।
এ মামলায় তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো: আতিকুল আলম।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এসএমএকে/এনএইচআর