জামালপুর: জামালপুরের সড়ক দুর্ঘটনায় আহত মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় পাশা মারা গেছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে একই ঘটনায় পৌর ছাত্রলীগের সদস্য ও মেলান্দহ কাজিপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে কাউছারও মারা যায়।
২৫ অক্টোবর দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে কাউছার মারা যান। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয় পাশার মৃত্যু হয়। একই ঘটনায় আহত জাহিদ হাসান ওই এলাকার ছাত্রলীগের সদস্য। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বিজয় পাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এনএইচআর