ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

জাতীয়

গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, অক্টোবর ২৭, ২০২১
গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জোর করে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  

এ ঘটনার ছয়দিন পর বুধবার (২৭ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় মামলা হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত নূর শাহ আলমকে গ্রেফতার করতে পারেনি।

নূর শাহ আলম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা ইউনিয়নের বড়াকুল গ্রামের মৃত নেয়ামত হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার উত্তর দেলপাড়া এলাকার বাপ্পীর ভায়রার ছেলে। শাহ আলম বাপ্পীর বাড়িতেই থাকতেন।  

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বেলা ১১টায় ওই গৃহবধূর বাসায় কেউ না থাকায় তাকে জোর তুলে নিয়ে ধর্ষণ করেন শাহ আলম। ধর্ষণের তিনি বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় গৃহবধূকে।  

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।