নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জোর করে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনার ছয়দিন পর বুধবার (২৭ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় মামলা হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত নূর শাহ আলমকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বেলা ১১টায় ওই গৃহবধূর বাসায় কেউ না থাকায় তাকে জোর তুলে নিয়ে ধর্ষণ করেন শাহ আলম। ধর্ষণের তিনি বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় গৃহবধূকে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
আরআইএস