ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আদাবরে নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আদাবরে নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর আদাবর নবোদয় হাউসিং এলাকায় আয়েশা সিদ্দিকি (২২) নামের এক গার্মেন্ট কর্মীকে কুপিয়ে আহত করেছে দুবৃত্তরা।

শুক্রবার (২৯অক্টোবর) ভোর সারে ৬টার দিকে নবোদয় হাউজিং বাজারেরর পাশে ঘটনাটটি ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

আহত আয়েশার বোন খালেদা আক্তার জানান, তাদের বাসা আদাবর নবীনগর হেউসিং এলাকায়। আয়েশা মোহাম্মদপুরে সাইনেস্ট গ্রুপ পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী রুবেল ঢাকা উদ্যানে ইলেক্ট্রিকের কাজ করেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।

আহত আয়েশা জানান, আমি বাসার সামনে থেকে রিকশা নিয়ে ঢাকা উদ্যান হয়ে মোহাম্মপুর বেরিবাধে গার্মেন্টে যাচ্ছিলাম। পথে নবোদয় হাউসিং বাজারের কাছে এলে দুই যুবক রিকশা থেকে নামিয়ে একজন ধরে রাখে আরেকজন ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চিৎকার করলে তারা পালিয়ে যায়। তাদেরকে আমি চিনতে পারি নাই। তবে আমার কাছ থেকে কিছুই নেয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, আহত আয়েশার পিঠে তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২৯,২০২১ 
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।