ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এক ঘরে বউ-শাশুড়ির সঙ্গে লাশ হওয়া যুবকটি কে?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এক ঘরে বউ-শাশুড়ির সঙ্গে লাশ হওয়া যুবকটি কে?

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বউ-শাশুড়ির সঙ্গে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা খামারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার কাশতলা গ্রামের হযরত আলীর স্ত্রী জমেলা বেগম (৬০), তার সৌদি প্রবাসী ছেলের বউ সুমি বেগম (২৫) এবং কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহজালাল (৩০)।

এ সময় আহতবস্থায় সুমির সন্তান সাফিকে (২) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্ক‌জনক বলে জানিয়েছেন দিঘর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ মামুন।

এদিকে প্রশ্ন উঠেছে, এক ঘরে বউ-শাশুড়ির সঙ্গে থাকা যুবকটির পরিচয় নিয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যুবকটি সুমির পরকীয়া প্রেমিক। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শাশুড়ি জমেলা বেগম, ছেলের বউ সুমি ও শাহজালাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।   প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড। তদন্ত চলছে। পরে হত্যাকাণ্ডের আসল রহস্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।