ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেরিডুবি: এ ক্ষতির দায় নেবে কে?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
ফেরিডুবি:  এ ক্ষতির দায় নেবে কে? মিজানুর রহমান

মানিকগঞ্জ: গত মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল থেকে রওনা দিয়েছিল আমাদের মালবাহী একটি ট্রাক। ওই ট্রাকে ৪৭২ ব্যাগ প্রাণীর খাবার ও ভিটামিন ছিল এবং এ মালগুলো গাজীপুরে যাওয়ার কথা ছিল।

পরদিন বুধবার (২৭ অক্টোবর) সকালের দিকে মালবাহী ওই ট্রাকটি দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমানত শাহ নামে রো রো ফেরিটি পাটুরিয়া ঘাট পাড়ে কাঁত হয়ে পদ্মা নদীতে ডুবে যায়।  

শনিবার (৩০ অক্টোবর) বাংলানিউজকে কথাগুলো বলেছিলেন বেনাপোলের ব্যবসায়ী মিজানুর রহমান।  

তিনি বলেন, গত ২৭ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে আমানত শাহ নামে রো রো ফেরিটি ডান কাঁত হয়ে ৫ নম্বর পন্টুনে একাংশ ডুবে যায়। সে সময় ফেরি থেকে তিনটি ট্রাক নামতে পারলেও ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান এবং বেশ কিছু মোটরসাইকেল নদীতে তলিয়ে যায়।



মিজানুর রহমান আরও বলেন, ডুবে যাওয়া ফেরির মধ্যে আমার যে ট্রাকে মালগুলো যাচ্ছিল, সে ট্রাকে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ছিল। এখন মনে হচ্ছে, সব খাদ্য আর ভিটামিন পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ফেরিডুবির ঘটনায় তো আমাদের কোনো দোষ নেই, এখন তাই এ ক্ষতির দায় নেবে কে?।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান সমন্বয়ক ও যুগ্ন পরিচালক ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা বেশ সতর্কতার সঙ্গে ডুবে যাওয়া যানবাহনগুলোকে উদ্ধার করছি এবং অন্যান্য বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।