ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির নেতা নাজমুল হাসানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩১ অক্টোবর) দুপুরের দিকে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসে এসে চৈত্রঘাট বাজার এলাকার নিজ বাসার সামনে ছুরিকাঘাতে আহত করা হয় নাজমুলকে।

 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তার মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। নিহত নাজমুল উপজেলার রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন বাংলানিউজকে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে নাজমুলের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভে নাজমুল তার ওপর হামলায় জড়িতদের নাম প্রকাশ করেন। ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ ও তফজ্জুল নামের চারজনকে চিনতে পেরেছেন বলে জানান তিনি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ এখনও আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
বিবিবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।