ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পাঁচ সন্তান জন্ম দিলেন নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
কুষ্টিয়ায় পাঁচ সন্তান জন্ম দিলেন নারী একসঙ্গে জন্ম দেওয়া পাঁচ সন্তান।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার সাদিয়া খাতুন (২৪) নামে এক অন্তঃসত্ত্বা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।  

পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।

ওই নারী এবারই প্রথম সন্তান জন্ম দিলেন। প্রসূতি মা সাদিয়া খাতুন সুস্থ থাকলেও বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বলে জানান চিকিৎসকরা।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমালভাবেই এ পাঁচ সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার সোহেল রানার স্ত্রী।

সোহেল রানা বলেন, সোমবার (০১ নভেম্বর) রাতে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসি। মঙ্গলবার সকালে সে পাঁচটি সন্তান প্রসব করে। পাঁচ সন্তানের মধ্যে চারজন মেয়ে ও একটা ছেলে। তবে গর্ভধারণের ছয় মাসের মাথায় এ সন্তানগুলো প্রসব করে সে। যার কারণে বাচ্চাগুলোর ওজন কম।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম একটা বিরল ঘটনা। সময়ের আগে জন্ম হওয়ায় শিশুগুলোর ওজন এবং শারীরিক পূর্ণতা আসেনি। যাদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে। তাদের স্বাস্থ্যঝুঁকি থাকায় আমরা চেষ্টা করছি সুস্থ করতে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।