ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে তালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
সাবেক ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে তালা সাবেক ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে তালা

সিলেট: সিলেটে সাবেক ছাত্রলীগ নেতার মালিকানাধীন রেস্টুরেন্টে তালা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে সিলেটের জিন্দাবাজার ভোজন বাড়ি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাতে তালা দেয় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা র‌্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিশ কুমার বসু।  এ সময় রেস্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিশ কুমার বসু গণমাধ্যমকে বলেন, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় ও লাইসেন্সের মেয়াদ না থাকায় রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। রেস্টুরেন্টটির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।

অভিযানিক দলের সদস্যরা জানান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুজেল আহমদ তালুকদারের মালিকানা রেস্টুরেন্টটির ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ট্রেড লাইসেন্স নবায়ন নেই। খাবার পরিবেশনের বৈধ কাগজপত্রও নেই। ফলে রেস্টুরেন্টটি আপাতত বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।