ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
সিলেটে পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা 

সিলেট: সিলেটে পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মেয়াদোত্তীর্ন ও বাসি খাবার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করায় এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে নগরের জিন্দাবাজারের জল্লারপাড় সড়কের পাশে অবস্থিত এ দুই রেস্টুরেন্টকে এ জরিমানা করেন ঢাকা থেকে আসা র‍্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এর আগে একই অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার মালিকানা ভোজনবাড়ি রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেয় র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোজনবাড়ি থেকে ম্যানেজার ও বিলিং সুপারভাইজারকে আটক করা হয়। ৎ

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, তিনটি রেস্টুরেন্টে খাবার পরিবেশন, সংরক্ষণ এবং খাদ্যের মানে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে একটি রেস্টুরেন্টের ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ট্রেড লাইসেন্স নবায়ন নেই। খাবার পরিবেশনেও বৈধ কাগজপত্র নেই। সব কিছু মিলে আমরা সাময়িক সময়ের জন্য ভোজন বাড়ি রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছি। আর জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের দুইজনকে আটক করা হয়েছে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।