জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পারঘাটি নামক স্থানে তুলসীগঙ্গা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিহীন বস্তাবন্দি একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পারঘাটি নামক এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা কমলা নামে এক গৃহবধূ বলেন, বিকেলে নদীর ধারে ভাসমান অবস্থায় একটি বস্তা দেখতে পাই। এরপর ওই বস্তা টেনে তীরে উঠালে দুর্গন্ধ বের হচ্ছিল। বস্তা খুলে দেখি মাথা, দুই হাত ও দুই পা বিহীন একটি মরদেহ।
স্থানীয় অপর বাসিন্দা বুলবুল হোসেন বলেন, আমি হাসুয়া দিয়ে বস্তা কেটে দেখি হাত, পা, মাথাবিহীন একটি নারীর অর্ধগলিত মরদেহ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি আশপাশের থানায় জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরএ